রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. বিনোদন
  4. মুক্তমত
  5. রাজনীতি
  6. লাইফ স্টাইল
  7. সারাদেশ

নরসিংদী শীর্ষ সন্ত্রাসী সোহেলের খালার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিবেদক
admin24
জুলাই ২৭, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

পারভেজ মোশারফ
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের সন্ত্রাসী সোহেল মিয়ার খালা ফিরোজা বেগমের কাছ থেকে শীতলপাটিতে মোড়ানো দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদের নেতৃত্বে অভিযানে একটি চাইনিজ রাইফেল, একটি একনলা বন্দুক, একটি কিরিচ, পাইপগানের একটি অংশ ও কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় শ্রীনগর এলাকার অলিউর রহমানের স্ত্রী ফিরোজা বেগমসহ আরও এক নারীকে আটক করে পুলিশ।

আটক হওয়া ফিরোজা বেগম জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো তার ভাগনে সোহেল মিয়ার। এ নিয়ে সোহেল ও তার স্বজনদের কাছ এখন পর্যন্ত সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হল।

এর আগে গত ২১ জুলাই রায়পুরার শ্রীনগর এলাকায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।

ওসি আদিল মাহমুদ বলেন, ‘সোহেল চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চরাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি।

স্থানীয় সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের সঙ্গে বিরোধের জেরে তার চাচাতো ভাইয়ের স্ত্রী গৃহবধূ শান্তা ইসলামকে হত্যা করে সোহেল ও তার সহযোগীরা। তারপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠে। ব্যবসায়ী ও সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজি, মারধরসহ একাধিক অপরাধে জড়িয়ে পড়ে সোহেল ও তার সহযোগীরা। তার তাণ্ডবে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়। 

গত ২১ জুলাই সোহেল যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর স্বস্তি ফিরেছে শ্রীনগরবাসীর মাঝে।

তবে তার সহযোগীদের কাছে এখনও অনেক অস্ত্র আছে। সোহেলের সকল সহযোগীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

রায়পুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ

বুড়িগঙ্গার বুকে মাত্র ৫০ টাকায় রাত্রিযাপন

রায়পুরায় ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মোজাফর আলী ট্রাস্ট

অন্তর্বর্তীকালীন সরকারকে কোন ভাবেই ব্যর্থ করা যাবে না : মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি (সিনিয়র সচিব)

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে আশুগঞ্জ রাইজার্স চ্যাম্পিয়ন

রায়পুরায় পারিবারিক জেরে অর্তকিত হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

সিরাজনগর উচ্চ বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা