পারভেজ মোশারফ
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) রায়পুরা উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
আলোচনায় বক্তারা পরিবার পরিকল্পনার গুরুত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতার প্রয়োজনীয়তা এবং তরুণদের সম্পৃক্ততার ওপর জোর দেন। তারা বলেন, পরিকল্পিত পরিবার ও সামাজিক সচেতনতাই টেকসই উন্নয়নের অন্যতম শর্ত।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদান রাখা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং পরিবার পরিকল্পনার কার্যক্রম আরও গতিশীল হবে।