পারভেজ মোশারফ
নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন।
আজ (০৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন৷
এসময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গনঅভ্যুত্থানে ৫ থেকে ৮ আগষ্ট পর্যন্ত দেশ পরিচালনা ক্ষেত্রে কোন সরকার ছিলোনা। তিনদিন সরকার ছাড়া দেশ পরিচালনা ক্ষেত্রে ইতিহাসে এটাই প্রথম। এই সময় সরকারি কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে দেশকে টেনে নিয়ে গেছে। এখনো বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো আগের মতো কাজকর্ম করছেনা। জেলা ও উপজেলার পৌরসভাগুলোতে মেয়র ও কমিশনার নেই। এগুলো আমরা সরকারি কর্মকর্তারা পরিচালনা করে যাচ্ছি। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্য নাই। এগুলো কাজ সামাল দিতে আপনাদের আরও অক্লান্ত পরিশ্রম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে আপনারা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন। সামনে নির্বাচন হলে সেখানেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের যে আকাঙ্খা তা পুরণ করতে হবে। তিনি আরও বলেন, রায়পুরা উপজেলা বৃহৎ একটি উপজেলা। কৃষি প্রধান দেশ এ উপজলা। এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় সময় খুব ভয়াবহ রুপ ধারণ করে৷ বৃহৎ উপজেলা বলে তাড়াতাড়ি সবকিছু করা সম্ভব হয়না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে। আমরা আশাবাদী নতুন পুলিশ থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।
পরে তিনি পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার মাসুদুর রহমান রুবেল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, পৌর সচিব মনিরুল হক, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, পুলিশ সদস্য সহ অন্যান্যরা।