বুধবার , ২৫ জুন ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. বিনোদন
  4. মুক্তমত
  5. রাজনীতি
  6. লাইফ স্টাইল
  7. সারাদেশ

রায়পুরায় আশ্রয়ণের বেশিরভাগ ঘরে তালা, নতুন বরাদ্দের দাবি গৃহহীনদের শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। অথচ ওই গ্রামে গুচ্ছগ্রামের বসতঘরে তালা ঝুলিয়ে তা ব্যবহার থেকে বঞ্চিত রাখা হচ্ছে প্রকৃত অসহায়দের। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার ওই গুচ্ছগ্রামের বসতঘরগুলোতে কেউ বসবাস করে না। শুধুমাত্র নাম দিয়ে ওই বসতঘরগুলো দখল করে রাখা হয়েছে, অথচ ঘরগুলোর দরজায় তালা ঝুলানো রয়েছে। স্থানীয় বাবুল, মাসুদ সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার দাবি, “আমাদের গ্রামে অনেক গৃহহীন অসহায় গরিব মানুষ রয়েছেন, যাদের ভিটে-বাড়ি নেই। যদি তাদেরকে গুচ্ছগ্রামের এসব বসতঘর দেয়া হয়, তাহলে তাদের মাথা গুজার ঠাঁই হবে।” তাছাড়া আরও জানান, এইসব গুচ্ছগ্রামের অনেক বাসিন্দা স্বাবলম্বী হলেও তাদের নামে অনেক বসতঘর বরাদ্দ রয়েছে যা তারা ব্যবহার করেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে শতভাগ স্থানীয় গৃহহীন অসহায় গরিব মানুষকে এসব বসতঘরে বসবাসের সুযোগ দেয়, তা তাদের দাবি। উদাহরণস্বরূপ স্থানীয় কয়েকজন ভিটেহীন দরিদ্রের কথা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে আনলে তিনি আশ্বাস দেন যে, স্থানীয় গৃহহীন অসহায় গরিব বাসিন্দাদের মাথা গুজার ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হবে। রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, “গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই গুচ্ছগ্রামে বসতঘরগুলোতে যারা বসবাস করছেন না বা করছেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব এবং স্থানীয় গৃহহীন মানিক মিয়া, রহিম মিয়া ও অন্যান্য গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই নিশ্চিত করা হবে।”

প্রতিবেদক
admin24
জুন ২৫, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ

পারভেজ মোশারফ
নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। অথচ ওই গ্রামে গুচ্ছগ্রামের বসতঘরে তালা ঝুলিয়ে তা ব্যবহার থেকে বঞ্চিত রাখা হচ্ছে প্রকৃত অসহায়দের। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার ওই গুচ্ছগ্রামের বসতঘরগুলোতে কেউ বসবাস করে না। শুধুমাত্র নাম দিয়ে ওই বসতঘরগুলো দখল করে রাখা হয়েছে, অথচ ঘরগুলোর দরজায় তালা ঝুলানো রয়েছে।

স্থানীয় বাবুল, মাসুদ সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার দাবি, “আমাদের গ্রামে অনেক গৃহহীন অসহায় গরিব মানুষ রয়েছেন, যাদের ভিটে-বাড়ি নেই। যদি তাদেরকে গুচ্ছগ্রামের এসব বসতঘর দেয়া হয়, তাহলে তাদের মাথা গুজার ঠাঁই হবে।”

তাছাড়া আরও জানান, এইসব গুচ্ছগ্রামের অনেক বাসিন্দা স্বাবলম্বী হলেও তাদের নামে অনেক বসতঘর বরাদ্দ রয়েছে যা তারা ব্যবহার করেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে শতভাগ স্থানীয় গৃহহীন অসহায় গরিব মানুষকে এসব বসতঘরে বসবাসের সুযোগ দেয়, তা তাদের দাবি।

উদাহরণস্বরূপ স্থানীয় কয়েকজন ভিটেহীন দরিদ্রের কথা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে আনলে তিনি আশ্বাস দেন যে, স্থানীয় গৃহহীন অসহায় গরিব বাসিন্দাদের মাথা গুজার ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হবে।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, “গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই গুচ্ছগ্রামে বসতঘরগুলোতে যারা বসবাস করছেন না বা করছেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব এবং স্থানীয় গৃহহীন মানিক মিয়া, রহিম মিয়া ও অন্যান্য গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই নিশ্চিত করা হবে।”

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

রায়পুরায় পারিবারিক জেরে অর্তকিত হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

রায়পুরার মরজালে ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

রায়পুরায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

সড়কের ধুলাবালি, দূষণে অতিষ্ঠ জনজীবন এর নিরসনে এলাকাবসীর মানববন্ধন

রায়পুরাতে তথ্য সংগ্রহ করে ফিঙ্গার ও ছবি তোলার মাধ্যমে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত

রায়পুরায় কবরস্থান সংস্কার ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজির পরিবর্তন হয়নি- মুফতি ফয়জুল করিম

রায়পুরায় আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আমাদের দায়িত্ব: শরফ উদ্দিন