পারভেজ মোশারফ, রায়পুরা
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি-ঘর ভাংচুর, মারধর ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে আক্তার মিয়াসহ তার ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কাদির রায়পুরা থানায় সাতজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আক্তার, মুক্তারসহ তাদের ভাইয়েরা আবদুল কাদিরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। মাথায় আঘাত করতে গেলে কাদির কোনোমতে রক্ষা পেলেও, পরবর্তীতে তারা মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আব্দুল কাদির অভিযোগ করেন, হামলাকারীরা তার ঘরবাড়ি ভাংচুর করে এবং ঘরে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও তার বাড়ির বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলে দেয়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ভুক্তভোগীর নাতনি বলেন, “আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আক্তার ও মুক্তারের ভাইয়েরা আমাদের প্রায়ই হুমকি দিয়ে আসছে। আজ তারা আমাদের বাড়ি-ঘর ভাংচুর করে, গাছ কেটে ফেলে এবং ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমার দাদুকে মারধর করে আহত করেছে।”
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার এএসআই সফিউল্লাহ জানান, “বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”