মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. বিনোদন
  4. মুক্তমত
  5. রাজনীতি
  6. লাইফ স্টাইল
  7. সারাদেশ

রায়পুরায় দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
admin24
এপ্রিল ৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

পারভেজ মোশারফ
নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকায় আট বন্ধু মিলে এই গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ধর্ষণের শিকার দুই ছাত্রী রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকার বাসিন্দা।

স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে বাঘাইকান্দী এলাকার কাইয়ুম (২১) ও মুন্না (২২) এর সাথে নৌকা যোগে ঘুরতে যায় দুই বান্ধবী। নৌকা দিয়ে ঘুরাঘুরি শেষে বেলা গড়িয়ে সন্ধ্যায় কৌশলে কাইয়ুম ও মুন্না নৌকা তীরে ভিড়ায় এবং তাদেরকে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরো ছয় বন্ধুকে ডেকে এনে সকলে মিলে ভয়ভীতি দেখিয়ে দুই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে তারা নিজ বাড়ি ফিরে গেলে তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যরা ঘটনা জানতে চাইলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়।

অভিযুক্ত কাইয়ুম চরআড়ালিয়া এলাকার সেন্টু মিয়ার ছেলে এবং মুন্না একই এলাকার শাহ মিয়ার ছেলে এবং তাদের বন্ধুরা হচ্ছে একই এলাকার কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া, খলিল মিয়ার ছেলে রমজান মিয়া ও অজ্ঞাত আরো ৪ জন।

এব্যাপারে এক ধর্ষীতার পিতা বলেন, আমরা চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি, চেয়ারম্যান বলেছেন বিচার করে দিবেন। আমরা বিচারের অপেক্ষায় আছি। থানা পুলিশী ঝামেলায় যেতে চাইনা। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি।

অপর ধর্ষীতার পিতা জানান, রাতে বাড়ি ফিরে ঘটনা শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। ধর্ষণকারীরা প্রভাবশালী। আমরা তাদের সঙ্গে পারবো না। তাছাড়া মেয়েকে ভবিষ্যতে বিয়ে দেয়ার বিষয়টি চিন্তা করে এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। চেয়ারম্যান যে বিচার করবে আমি তাই মেনে নিবো। আমি গরীব মানুষ, দিন আনি দিন খাই, থানা পুলিশ করার মত সামর্থ আমার নেই।

এব্যাপারে চরআড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদা জামান সরকার বলেন, তারা আমাকে ঘটনাটি জানিয়েছে। আমি ঘটনা শুনেছি। সকল বিষয় চিন্তা করে আমি তদন্তের জন্য লোক পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্যদের নিয়ে বিচারে বসবো।

ধর্ষণের ঘটনা গ্রাম আদালতে মিমাংসা যোগ্য কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। এছাড়াও বিচারে বিলম্ব হলে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যাবে, তখন বিচার কিভাবে করবেন এ প্রশ্নের জবাবেও তিনি কোনো উত্তর দেননি।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

নরসিংদী শিবপুরে আজিজুর রহমান আজী বৈরাগী নামে একজন বিদেশী অস্ত্র সহ গ্রেফতার

রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ

হযরত পীর ফতেহ আলী শাহ (র:) এর জীবন কাহিনী

রায়পুরায় আশ্রয়ণের বেশিরভাগ ঘরে তালা, নতুন বরাদ্দের দাবি গৃহহীনদের শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। অথচ ওই গ্রামে গুচ্ছগ্রামের বসতঘরে তালা ঝুলিয়ে তা ব্যবহার থেকে বঞ্চিত রাখা হচ্ছে প্রকৃত অসহায়দের। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার ওই গুচ্ছগ্রামের বসতঘরগুলোতে কেউ বসবাস করে না। শুধুমাত্র নাম দিয়ে ওই বসতঘরগুলো দখল করে রাখা হয়েছে, অথচ ঘরগুলোর দরজায় তালা ঝুলানো রয়েছে। স্থানীয় বাবুল, মাসুদ সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার দাবি, “আমাদের গ্রামে অনেক গৃহহীন অসহায় গরিব মানুষ রয়েছেন, যাদের ভিটে-বাড়ি নেই। যদি তাদেরকে গুচ্ছগ্রামের এসব বসতঘর দেয়া হয়, তাহলে তাদের মাথা গুজার ঠাঁই হবে।” তাছাড়া আরও জানান, এইসব গুচ্ছগ্রামের অনেক বাসিন্দা স্বাবলম্বী হলেও তাদের নামে অনেক বসতঘর বরাদ্দ রয়েছে যা তারা ব্যবহার করেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে শতভাগ স্থানীয় গৃহহীন অসহায় গরিব মানুষকে এসব বসতঘরে বসবাসের সুযোগ দেয়, তা তাদের দাবি। উদাহরণস্বরূপ স্থানীয় কয়েকজন ভিটেহীন দরিদ্রের কথা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে আনলে তিনি আশ্বাস দেন যে, স্থানীয় গৃহহীন অসহায় গরিব বাসিন্দাদের মাথা গুজার ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হবে। রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, “গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই গুচ্ছগ্রামে বসতঘরগুলোতে যারা বসবাস করছেন না বা করছেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব এবং স্থানীয় গৃহহীন মানিক মিয়া, রহিম মিয়া ও অন্যান্য গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই নিশ্চিত করা হবে।”

রায়পুরায় রাস্তা সংস্কার ও অবৈধ ট্রাক চলাচল বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

নরসিংদী শীর্ষ সন্ত্রাসী সোহেলের খালার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রায়পুরায় দুই গ্রুপের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে আশুগঞ্জ রাইজার্স চ্যাম্পিয়ন

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

রায়পুরায় পারিবারিক জেরে অর্তকিত হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ