পারভেজ মোশারফ
এক মাস সিয়াম সাধনার পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আজ সারা দেশে উদযাপিত হচ্ছে। সারা বছরের ন্যায় এবারও তাত্তাকান্দা ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিততে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। আজ (১৯ মার্চ) সোমবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার তাত্তাকান্দা ঈদগাহ মাঠে ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়।
তবে এবারের ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে, যেখানে সামাজিক ও ধর্মীয় চেতনায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গত বছরগুলোর কড়াকড়ির বিধি-নিষেধের মধ্যে ঈদ উদযাপন হলেও, এবারের ঈদ যেন আরও বেশি আনন্দের এবং কোলাকুলি ও পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে।
ঈদগাহ মাঠে ছিল অরহ মানুষের কোলাহল। পুরনো বন্ধুদের সাথে বুক মিলিয়ে ঈদ উপভোগ করা।। মানুষের মাঝে ছিল খুশির আবহ, ঈদ আনন্দের পরিবেশ। আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ, কবর জিয়ারত, উপহার বিনিময়—এভাবে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের আনন্দ উপভোগ করছেন। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে।
এই দিনটি মুসলিমদের জন্য শুধু আনন্দের দিন নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে ভালোবাসা, সহমর্মিতা এবং ধর্মীয় চেতনায় একতা প্রকাশ করছে। ঈদের এই খুশি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, এবং প্রতিটি মানুষের মুখে রয়েছে ঈদের মিষ্টি হাসি।