শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. বিনোদন
  4. মুক্তমত
  5. রাজনীতি
  6. লাইফ স্টাইল
  7. সারাদেশ

রায়পুরায় রাস্তা সংস্কার ও অবৈধ ট্রাক চলাচল বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
admin24
মার্চ ২৯, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

পারভেজ মোশারফ
নরসিংদীর রায়পুরায় পরিবেশ দূষন, জন দুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রান ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছে এলাকার কয়েকশতাধিক মানুষ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলম।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত এই সড়কে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ট্রাক্টর) চলার কারনে সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। যার ফলে আশপাশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্তশালা সড়ক। ট্রাক দিয়ে বালু আনা নেওয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। রায়পুরা-পান্থশালা রাস্তাটির আশপাশে রয়েছে প্রাথমিক ট্রেনিং সেন্টার (পিটিআই), সাবরেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভ‚মি অফিসসহ গুরুত্বপ‚র্ণ বিভিন্ন স্থাপনা।

বক্তারা আরও বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু না হলে এরপর থেকে তারা সড়কে যান চলাচল স্থায়ী ভাবে বন্ধ করার আল্টিমেটাম দেন। এছাড়াও মানববন্ধন শেষ হওয়ার পর থেকে এই সড়কে যেনো কোনো বালুবাহী যান চলাচল না করে সেজন্য প্রশাসনের নিকট তারা জোর দাবি জানান।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে আসলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ বিক্ষুব্ধ জনতার সামনেই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করেন এবং তিনি বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। খুব শিগগরিই সড়কের সংস্কার শুরু হবে। এবং আজকের পর থেকে এই রোডে কোনো বালুবাহী ট্রাক চলাচল হলে সবগুলো থানায় নিয়ে আসা হবে।

গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা জানান, অবৈধ ট্রাক্টর বন্ধ ঘোষনা করা হয়েছে। রাস্তায় ইছার মাথা চললেই সিজ করে ডাম্পিংয়ের দিবে পুলিশ। রাস্তা সংস্কারের বিষয়ে ঈদের পরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে সবসময় জনগনের পাশে উপজেলা প্রশাসন থাকবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

বাংলাদেশের বিরুদ্ধে প্রচন্ডভাবে ষড়যন্ত্র চলছে, সব দেশের সাথে আমরা সু-সম্পর্ক চাই : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নরসিংদী শীর্ষ সন্ত্রাসী সোহেলের খালার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুপিয়ে নিজের সন্তানকে হত্যা, ঘটনার ১২ ঘন্টার ভিতরে মা গ্রেফতার

এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরন সভা অনুষ্ঠিত

রায়পুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রায়পুরায় তালুককান্দি গ্রামের সকল মৃত ব্যক্তিদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত।