পারভেজ মোশারফ
নরসিংদী রায়পুরা উপজেলায় বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে রায়পুরা বাজারে দুধে পানি মেশানোর অপরাধে একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০/- টাকা জরিমানা ও সাপমারা বাজারে একটি বেকারি প্রতিষ্ঠানে একই আইনে ২০০০০/- টাকা জরিমানা আদায় করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, রায়পুরা বাজারে দুধে পানি মেশানোর অপরাধে একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০/- টাকা জরিমানা ও সাপমারা বাজারে একটি বেকারি প্রতিষ্ঠানে একই আইনে ২০০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা করছি যেনো দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ বজায় থাকে। পরিদর্শনকালে কিছু অসাধু ব্যবসায়ী যেনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে সে বিষয়ে প্রতিটি দ্রব্যমূল্যের যাচাই বাছাই করা হয়। সাথে রায়পুরা উপজেলাধীন বিভিন্ন বাজার মনিটরিং করা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে আশ্বাস দেন।