পারভেজ মোশারফ:-
নরসিংদীর রায়পুরা উপজেলা শিক্ষক সমিতির অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া সমর্থিত আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) সকালে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরা রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক বি.জি রশীদ নওশের।
চরসুবুদ্ধি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক আব্দুস সবুর, সদস্য সচিব একেএম বাছেদ ভুঁইয়া, মো. সোহেল চৌধুরী, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়েশা পারভীন, শিক্ষক আক্তারুজ্জামান কিরন, মো. আরিফুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. মমিনুলহক, উপজেলা মহিলা বিএনপির সভাপতি আফরিনা আসাদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন বিগত আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, আমরা যেভাবে দীর্ঘ ১৬টি বছর বঞ্চিত হয়েছি ঠিক তদ্রূপ প্রতিপক্ষ বন্ধুদের আমরা মূল্যায়িত করবো। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সিকে আহ্বায়ক ও চরসুবুদ্ধি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মাস্টারকে সদস্য সচিব করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে উজ্জীবিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান।