মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. বিনোদন
  4. মুক্তমত
  5. রাজনীতি
  6. লাইফ স্টাইল
  7. সারাদেশ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin24
মার্চ ১১, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

পারভেজ মোশারফ:-
‘ভিটামিন এ খাওয়ান’ শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদকে সামনে রেখে নরসিংদী রায়পুরায় আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দীন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিকুনা আক্তার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য কর্মকর্তাগণ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দীন মো. জাহাঙ্গীর জানান, রায়পুরা উপজেলার একটি পৌরসভা ও ২৪ টি ২৪ টি ইউনিয়নের ৯২ হাজার ৩৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রং-এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রং-এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫৭৬ টি কেন্দ্রে সাড়ে এক হাজার ১৫২ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকরা এ কাজে নিয়োজিত থাকবেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের বিরুদ্ধে প্রচন্ডভাবে ষড়যন্ত্র চলছে, সব দেশের সাথে আমরা সু-সম্পর্ক চাই : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নরসিংদীর রায়পুরায় কাদাপানি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রায়পুরায় অস্ত্রসহ আটক ২

রায়পুরায় তিন শ্রমিককে জিম্মি করে আনলোড ড্রেজার ছিনতাই

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ করেছে স্থানীয়রা

রায়পুরায় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

রায়পুরায় মোবাইল কোর্টে জরিমানা

রায়পুরায় আশ্রয়ণের বেশিরভাগ ঘরে তালা, নতুন বরাদ্দের দাবি গৃহহীনদের শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। অথচ ওই গ্রামে গুচ্ছগ্রামের বসতঘরে তালা ঝুলিয়ে তা ব্যবহার থেকে বঞ্চিত রাখা হচ্ছে প্রকৃত অসহায়দের। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার ওই গুচ্ছগ্রামের বসতঘরগুলোতে কেউ বসবাস করে না। শুধুমাত্র নাম দিয়ে ওই বসতঘরগুলো দখল করে রাখা হয়েছে, অথচ ঘরগুলোর দরজায় তালা ঝুলানো রয়েছে। স্থানীয় বাবুল, মাসুদ সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার দাবি, “আমাদের গ্রামে অনেক গৃহহীন অসহায় গরিব মানুষ রয়েছেন, যাদের ভিটে-বাড়ি নেই। যদি তাদেরকে গুচ্ছগ্রামের এসব বসতঘর দেয়া হয়, তাহলে তাদের মাথা গুজার ঠাঁই হবে।” তাছাড়া আরও জানান, এইসব গুচ্ছগ্রামের অনেক বাসিন্দা স্বাবলম্বী হলেও তাদের নামে অনেক বসতঘর বরাদ্দ রয়েছে যা তারা ব্যবহার করেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে শতভাগ স্থানীয় গৃহহীন অসহায় গরিব মানুষকে এসব বসতঘরে বসবাসের সুযোগ দেয়, তা তাদের দাবি। উদাহরণস্বরূপ স্থানীয় কয়েকজন ভিটেহীন দরিদ্রের কথা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে আনলে তিনি আশ্বাস দেন যে, স্থানীয় গৃহহীন অসহায় গরিব বাসিন্দাদের মাথা গুজার ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হবে। রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, “গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই গুচ্ছগ্রামে বসতঘরগুলোতে যারা বসবাস করছেন না বা করছেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব এবং স্থানীয় গৃহহীন মানিক মিয়া, রহিম মিয়া ও অন্যান্য গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই নিশ্চিত করা হবে।”