পারভেজ মোশারফ
নরসিংদী রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, বিএনপির রাজনৈতিক দল,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে প্রথমে ১২ টা ১ মিনিটে ফুলের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা।
এসময় পর্যায়ক্রমে শহীদদের সম্মানার্থে ফুলের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রায়পুরা উপজেলা তিন সংগঠনের সাংবাদিক বৃন্দসহ রায়পুরা উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।