সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. বিনোদন
  4. মুক্তমত
  5. রাজনীতি
  6. লাইফ স্টাইল
  7. সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গুলি করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
admin24
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ

পারভেজ মোশারফ
নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বদ্বের জেরে প্রতিপক্ষের হামলার সময় শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী জেলা যুবদলের সদস্য সোহেল ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করেছে স্বজন ও এলাকাবাসী। এসময় বিভিন্ন ফ্যাস্টুন ও ব্যানার হাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহন করতে দেখা গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভা মাঠে এ মানববন্ধন করা হয়। পরে পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি রায়পুরা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুরা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে থানার অফিসার ইনচার্জের সামনে আসামী গ্রেপ্তারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ জনতা।
মানববন্ধনে নিহতের স্বামী ও স্বজনরা বলেন, শান্তা ইসলাম ২ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। গোষ্ঠীগত দ্বদ্বের জেরে তাকে সন্ত্রাসী সোহেল বাহিনীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও সোহেলকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। সে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যদিকে, শান্তা হত্যার কয়েক ঘন্টা যেতে না যেতেই হত্যাকারীরা ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খানের বাড়ি থেকে একটি গরু লুট করে ভুরিভোজ করেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
মামলার বাদী ও নিহতের বাবা আহসান উল্লাহ বলেন, সোহেল ও তার বাহিনীরা বাড়িঘর লুটপাট করে অন্ত:সত্ত্বা মেয়ে শান্তাকে গুলি করে হত্যা করেছে। শান্তা বিএ অনার্স পাস করেছে। কিছুদিন পরই তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিলো। শান্তাকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার চাই।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শান্তাকে হত্যা করেছে সোহেল। তাকে গ্রেফতার করতে রায়পুরা থানা পুলিশের পাশাপাশি র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা তৎপর রয়েছে। এছাড়াও রায়পুরা থানার ১০ জন এসআই ও ৬জন এএসআইদের নিয়ে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। সর্বোচ্চ ৭২ ঘন্টার সময় চেয়ে মধ্যে তাকে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেয় পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দুর্গম চর এলাকা সন্ত্রাসীদের অভয়ারন্য। সারাদেশে অপারেশ ডেভিল হান্টের আওতায় বিশেষ অভিযান চলছে। চর এলাকায় যৌথ অভিযানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হচ্ছে। সর্বশেষ র‌্যাব আমাদের সাথে যৌথ অভিযান পরিচালনার জন্য রাজি হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রæয়ারি শুক্রবার জুম্মা নামাজের পর রায়পুরার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ও গোষ্ঠীগত দ্বদ্বে প্রতিপক্ষের অতর্কিত হামলার সময় গুলিতে নিহত হয় শান্তা ইসলাম। সে ওই এলাকার শাকিল খানের স্ত্রী। ঘটনার একদিন পর ৮ ফেব্রুয়ারি জেলা যুবদল সদস্য ও শ্রীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়াকে প্রধান করে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আহসান উল্লাহ।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন শেখের বেটি নাকি পালায় না, তিনি আজ কোথায়: খোকন

নরসিংদী শিবপুরে আজিজুর রহমান আজী বৈরাগী নামে একজন বিদেশী অস্ত্র সহ গ্রেফতার

রায়পুরা পৌরসভা বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সীর রাজনৈতিক জীবনে প্রশংসায় ভাসছেন

রায়পুরায় জমি বিরোধ নিয়ে টেঁটা সংঘর্ষ, আহত অন্তত ১২

রায়পুরা উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠনে আহ্বায়ক ইদ্রিস আলী মুন্সী, সদস্য সচিব জাকির হোসেন

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

৭-ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়পুর উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি

রায়পুরায় তাত্তাকান্দা ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতে ঈদুল ফিতরের নামাজ আদায়

রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রায়পুরায় আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫