নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরায়, রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৩০/০১/২০২৫ ইং তারিখে রায়পুরা সাংবাদিক ফোরামের সকল সদস্যদের কে নিয়ে সর্বসম্মতি ক্রমে হারুন অর রশিদকে সভাপতি,ও তানভীর মান্নানকে সাধারণ সম্পাদক করে ১১ বিশিষ্ট একটি কমিটি করা হয়।
আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০ ঘটিকায় রায়পুরা সাংবাদিক ফোরামের কার্যালয়ে পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক তানভীর মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য জামাল আহমেদ চৌধুরী, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, রায়পুরা পৌরসভার সাবেক সফল দুইবারের মেয়র আব্দুল কদ্দুস, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো:ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান রিপন, রায়পুরা পৌরসভার নির্বাহী অফিসার মনিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রায়পুরা সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাধন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো ফরহাদ আলম, দপ্তর সম্পাদক রুমার মিয়া পথিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধক্ষ্য কাজী শাহাদাত হোসাইন, কার্যকরী সদস্য মো:বাবুল মিয়া, আলামিন মিয়া,দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন।
প্রধান অতিথি উপস্থিত সাংবাদিকদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং বিভিন্ন উন্নয়নমূলক, শিক্ষামূলক, ও সন্ত্রাসীদের কাছে গিয়া তাদের ভিতরের কথা বের করে সংবাদ প্রকাশ করার জন্য আহ্বান করেন, পরে শীতার্তদের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করেন।