মনির হোসেন (নরসিংদী)
শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১(১১)২৪ ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড ডাকাত সর্দার আজিজুর রহমান (আজি বৈরাগী) (৩২) পিতা জয়নাল আবেদীন বৈরাগী সাং সৃষ্টিগড়, (মুরগিবের)এলাকা থেকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং এবং লণ্ঠিত মালামাল উদ্ধার হয়।
তার দেওয়া তথ্য সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । তার আস্তানা তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল ম্যাগাজিন সহ উদ্ধার করা হয়।
তার নামে ইতিপূর্বে একাধিক ডাকাতি খুনসহ এবং প্রকাশ্যে মার্ডার করার জনশ্রুতি আছে । ভয়ে তার বিরুদ্ধে কেহই মামলা করার সাহস পায়না। তবে অত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন।