নরসিংদীর রায়পুরায় বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করতে বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে রায়পুরা থানা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রায়পুরা থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা, সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সবুজ নন্দি, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হকসহ স্থানীয় সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দাবী জানান। আরোও বলেন, কারও ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক
ও প্রকাশক: পারভেজ মোশারফ, ব্যবস্থাপনা সম্পাদক : পরশ মোশারফ,
যুগ্ম
সম্পাদক : এম আজিজুল ইসলাম, বার্তা সম্পাদক : সাদ্দাম উদ্দিন রাজ
অফিস:
রায়পুরা থানা রোড, রায়পুরা, নরসিংদী,
মোবাইল:01893864753,
ইমেল: parvejmosarof4753@gmail.com