নিজস্ব প্রতিবেদক
নরসিংদী রায়পুরা উপজেলা রাধানগর ইউনিয়ন দুর্গম চরাঞ্চলে পীর ফতেহ আলী শাহ (র:) এর মাজার শরীফ অবস্থিত। মাজার শরীফের একজন স্থানীয় মো: শাজাহান মিয়া (৬০) বলেন, হাজার হাজার বছর আগে ১২ জন ওলিগণ বাংলাদেশে এসেছিল। তারা সবাই একসাথে এসে আল্লাহ তায়ালার সানিধ্য লাভ করার জন্য এখানে এসে নামাজরোজা করতো। তখন হযরত পীর ফতেহআলী শাহ (র:) নামে একজন মারা গেলে বাকী ১১ জন মিলে তাকে এখানে কবর দিয়ে যান। তৎকালীন বাপ দাদাদের মুখে শনেছিলাম কুমির মুখে করে পানি আনত আর সে পানি দিয়ে বাঘে তার কবরের সেবার কাজ করতো । তখন এখানে মানুষের আনা গোনা শুরু হলে কুমির ও বাঘের এরকম কার্যক্রম দেখে তখন তারা মনে করে এ কবর বড় কোন ওলী আওলিয়াগনের হবে। আর তখন থেকে এ কবর পীর ফতেহ আলী শাহ (র:) মাজার নামে পরিচালিত হয়। এসময় তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার জমজমাট গানবাজনা হয়। সাথে তার ভক্তরা যেকোন ওসিলায় প্রতিদিন খাসি মুরগি মানত করে আনলে কেউ খালি হাতে ফেরত যায়না। তাদের মনের বাসনা পূরণ হয়। তাছাড়া এ মাজারে প্রায় ২০ থেকে ৩০ টা পাগল সবসময় জীবনযাপন করে থাকে। আরও বলেন, দূর্গম চরাঞ্চলের এরকম দৃষ্টিনন্দন পীর ফতেহ আলী শাহ (র:) এর মাজার শরীফ দেখার জন্য সারা বিশ্ববাসীকে আহবান জানান।